ব্রণঃ এর চিকিৎসায় কার্যকরী লোশন

A-MYCIN lotion - Erythromycin 3% ( এ-মাইসিন লোশন ) এরিথ্রোমাইসিন ৩% ব্রণঃ এর চিকিৎসায় খুবই কার্যকরী

A-mycin lotion bangla - বিবরণ :
এ - মাইসিন লোশন (এরিথ্রোমাইসিন) একটি ব্যাকটেরিয়া বিরোধী ম্যাক্রোলিড এন্টিবায়োটিক, কিন্তু বেশি মাত্রায় এ-মাইসিন ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করতে পারে,  যদিও প্রদাহ ব্রণঃ হ্রাসের ক্ষেত্রে টপিকাল এরিথ্রোমাইসিন এন্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে।

Erythromycin lotion used -নির্দেশনা :
এরিথ্রোমাইসিন এ সংবেদনশীল ব্যাকটেরিয়া জনিত ত্বকের সংক্রমণ,  ব্রণঃ, পিম্পল ও ফুসকুড়ি চিকিৎসায় ব্যবহার্য।

A-MYCIN lotion - Erythromycin 3% এ-মাইসিন লোশন 


মাত্রা ও ব্যবহার বিধি :
ক্ষতিগ্রস্ত জায়গায় সকাল ও সন্ধ্যায় প্রয়োগ করতে হবে আক্রান্ত স্থানে যে সমস্ত জায়গায় প্রয়োগ করা হবে সে স্থানগুলো প্রয়োগের পূর্বে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

Erythromycin lotion side effects - পাশ্বপ্রতিক্রিয়া :
১। হালকা চোখ জ্বালা
২। ইরাইথেমা
৩। তৈলাক্ত ত্বক, শুষ্কতা
৪। এরিথ্রোমাইসিন ঔষধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে
গর্ভাবস্থায় ব্যবহার :
গর্ভাবস্থায় ব্যবহারে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি, শুধু মাত্র একান্ত প্রয়োজন হলে এ - মাইসিন দেয়া যেতে পারে, তবে ১২ বছরে নিচে শিশুরা ব্যবহার করতে পারবে না

সাবধানতা :
১। শুধু মাত্র বাহ্যিক ব্যবহারের জন্য
২। চোখ, নাক, মুখ এবং অনান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে।
৩। আলো থেকে দূরে, শুষ্ক ঠান্ডায় জায়গায় রাখুন

A-mycin lotion price in Bangladesh - মূল্য : ১২০ টাকা
প্রস্তুতকারক : এরিস্টোফার্মা লিমিটেড

Post a Comment

1 Comments