Filwel kids - শিশুদের ভিটামিনের অভাব জনিত লক্ষণ, ক্ষুদামন্দা এবং স্বাস্থ্য পুনরুদ্ধারে

Filwel kids , ফিলওয়েল কিডস্ - Multivitamin with cod liver oil
ফিলওয়েল কিডস্ সিরাপ আটটি প্রয়োজনীয় ভিটামিন এবং কডলিভার অয়েলের একটি সুষম সংমিশ্রণ যা ভিটামিনের অভাব পূরণ করে এবং দেহের সঠিক ক্রমবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে কাজ করে।

Filwel kids Bangla - উপাদান : ( কড্‌ লিভার ওয়েল ০.১০ গ্রাম., ভিটামিন এ ২০০০ আই.ইউ., ভিটামিন ডি ২০০ আই.ইউ., ভিটামিন সি ১৭.৫০ মি.গ্রা., ভিটামিন বি১ ০.৭০ মি.গ্রা., ভিটামিন বি২ ০.৮৫ মি.গ্রা., ভিটামিন বি৬ ০.৩৫ মি.গ্রা., ভিটামিন ই১.৫০ মি.গ্রা. এবং নিকোটিনামাইড ৯ মি.গ্রা.)/৫ মি.লি সিরাপ।

Filwel kids used - নির্দেশনাঃ
ভিটামিনের অভাব জনিত রোগের চিকিৎসায় এবং প্রতিরোধে  ব্যবহৃত হয়।বিভিন্ন রোগে শিশুদের ভিটামিনের অতিরিক্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে যেমন দীর্ঘস্থায়ী রোগ,বর্ধনশীল শিশুদের ভিটামিনের অভাব জনিত লক্ষণ, ক্ষুদামন্দা এবং রোগীদের স্বাস্থ্য পুনরুদ্ধারের এছাড়া ও ফিলওয়েল কিড্‌স সিরাপ সুস্থ্য চুল, চর্ম, নখ, দৃষ্টি, হাড় ও দন্ত গঠনে সহায়ক, ফিলওয়েল কিড্‌স সিরাপ সুস্থ্য মাংসপেশী ও সুস্থ্য স্নায়ুতন্ত্র গঠনে আবশ্যক এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তার জন্য filwel kids সিরাপ নির্দেশিত হয়।

Filwel kids - ফিলওয়েল কিডস্


সেবনবিধিঃ

১-১২ মাস বয়সের শিশুদের জন্য
২.৫ মি.লি. দৈনিক ১বার সেব্য।
১-৪ বছর বয়সের শিশুদের জন্য
৫ মি.লি. দৈনিক ১ বার সেব্য।
৪ বছরের বেশি শিশুদের জন্য
১.৫ মি.লি. দৈনিক ১ বার সেব্য।
বয়স্কদের জন্য ২ চামচ দৈনিক ১বার সেব্য।

Filwel kids side effects - পার্শ্ব-প্রতিক্রিয়াঃ
সুনির্দিষ্ট ভিটামিন-এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সেটা সিরাপে দেয়া ভিটামিন-এর পরিমাণের। তুলনায় অধিক পরিমাণের ক্ষেত্রে।কিছু কিছু ক্ষেত্রে এলার্জিক রা্যশ দেখা দিতে

সতর্কতাঃ
এই সমস্ত ঔষধ শরীরে জমা হয়ে সমস্যা সৃষ্টি করতে পারে।এজন্য ডাক্তারের পরামর্শ বিহীন মাত্রাধিক অথবা অবিরাম গ্রহণ করা উচিত নয়।

গর্ভাবস্থায় ও দুগ্ধদানে ব্যবহারঃ
শুধু ভিটামিন সিরাপ অথবা দ্বিগুণ পরিমাণ দুগ্ধের সাথে অথবা কমলার রসের সাথে মিশিয়ে খাবার পূর্বে গ্রহণ করা যেতে পারে
ঔষধ এর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াঃ
কোন রকম পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যায় নি।

Filwel kids price in Bangladesh - মূল্য : 90 টাকা মাত্র
প্রস্তুতকারক : Square Pharmaceuticals Ltd 

Post a Comment

0 Comments