Bukof Syrup - অতিরিক্ত কাশি এবং বুকে কফ্ জমে থাকা নিরাময়ে

Bukof Syrup - বিউকফ্ সিরাপ ,
Butamirate Citrate - বিউটামিরেট সাইট্রিট

Bukof syrup bangla - উপাদানঃ
Bukof (বিউকফ্) সিরাপ: প্রতি ৫ মিলি সিরাপে আছে বিউটামিরেট সাইট্রিট আইএনএন ৭.৫ মিলিগ্রাম।

Butamirate Citrate used - নির্দেশনাঃ
অতিরিক্ত কাশি , বুকে কফ্ জমে থাকা
যেকোন প্রকার তীব্র থেকে দীর্ঘ মেয়াদী কফ,সার্জারীর আগে এবং পরের কফ এবং ব্রঙ্কোস্কপি টেস্টের ফলে যে কফ তৈরী হয় তা দূর করতে সাহায্য করে।

মাত্রা ও সেবনবিধিঃ
বাচ্চাদের বয়স ৩-৬ বছরের মধ্যে:
১ চামচ দিনে ৩ বার।
৬-১২ বছরের মধ্যে:
২ চামচ দিনে ৩ বার।
১২ বছরের বেশি কিশোরদের জন্য জন্য:
৩ চামচ দিনে ৩ বার।
প্রাপ্ত বয়স্কদের জন্য:
৩ চামচ দিনে ৪ বার।

Bukof - বিউকফ্

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ঃ
গর্ভকালীন প্রথম ৩ মাসে Bukof দেওয়া যাবে না,এর পরে বিউকফ দেওয়া যাবে যদি দরকার হয়।গর্ভকালীন সময় কেবল সুনির্দিষ্ট প্রয়োজন হলেই বিউকফ ব্যবহার করা উচিৎ।
সাবধানতার জন্য স্তন্যদান কালে সাধারণ নিয়মে লাভ-ক্ষতি বিবেচনা করে বিউকফ দেওয়া উচিত।

Butamirate Citrate side effects - অতিমাত্রায়ঃ
অতি মাত্রায় ঔষধ সেবন করলে বমি বমি ভাব,বমি,ডায়রিয়া, ঝিঁমুনি এবং প্রেসার কমে যেতে পারে।এইসব জরুরী অবস্থায় সক্রিয় চারকোল,স্যালাইন, রেচক দিয়ে চিকিৎসা করলে এসব লক্ষণ গুলি চলে যায়।

সাবধানতা :
বিউটামিরেট সাইট্রেট কফ রিফ্লেক্স বন্ধ করে তাই এর সাথে কোন এক্সপেক্টোরেন্ট দেওয়া ঠিক না,কারণ ইহা পরবর্তীতে শ্বসনতন্ত্রে কফ জমাট করিতে পারে এবং ইহা ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসনালীর ইনফেকশন ঝুকি বাড়িয়ে দেয়,
যদি কফ ৭ দিনের মধ্যে না যায় তাহলে অবশ্যই ডাক্তার অথবা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া উচিত।

bukof syrup price in Bangladesh  মূল্য : 80 টাকা মাত্র
প্রস্তুতকারক :  (Beacon Pharmaceuticals Ltd)

Post a Comment

0 Comments