Ferix v - গর্ভবতী নারীদের রক্তসল্পতার চিকিৎসায় নির্দেশিত

Ferix v - Folic Acid+Carbonyl Iron+Zinc , ফেরিক্স ভি - ফলিক এসিড+কার্বোনিল আয়রণ+জিংক

Ferix v Bangla - উপাদান :
মৌলিক আয়রণ (কার্বোনিল আয়রণ হিসাবে) ৫০ মি.গ্রা., ফলিক এসিড ০.৫ মি.গ্রা. এবং জিংক সালফেট মনোহাইড্রেট ৬১.৮০ মি.গ্রা. ক্যাপসুল।

Ferix v capsule used - নির্দেশনা :
গর্ভাবস্থায় এবং স্তন্যদাকালীন অবস্থায় আয়রণ, ফলিক এসিড এবং জিংকের ঘাটতি পূরণে ও প্রতিরোধমূলক এবং রক্তসল্পতায় চিকিৎসায় নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :
দিনে ১ টি ক্যাপসুল, অথবা চিকিত্সক এর পরামর্শ অনুযায়ী

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : 
এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল অথবা যারা আয়রণের মাত্রাতিরিক্ততায় ভুগছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

Ferix v side effects - পার্শ্ব প্রতিক্রিয়া :
১। বমি ভাব,
২। খাওয়ায় অরুচি,
৩। অস্বস্তি,
৪। কোষ্ঠকাঠিণ্য,
৫। ডায়রিয়া, পায়খানা কাল্‌চে বর্ণ ধারণ
৬। এলার্জিক প্রতিক্রিয়া।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
যদি সম্ভব হয় গর্ভাবস্থার প্রথম তিন মাস যে কোন প্রকার ওষুধ ব্যবহার থেকে বিরত থাকা উচিত। সঠিক ভাবে আয়রণের ঘাটতি নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম তিন মাসে আয়রণ গ্রহণ করা যেতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
টেট্রাসাইক্লিন, কুইনোলোনস্‌, লেভোডোপা, লেভোথাইরক্সিন,
মিথাইলডোপা, পেনিসিলামিন, ফেনোবারবিটাল,  ফেনাইটোইন এবং প্রাইমিডোন সাথে প্রতিক্রিয়া দেখা যেতে পারে

Ferix v capsule price in Bangladesh - মূল্য : 
পাতায় রয়েছে দশটি ক্যাপসুল দাম ০ টাকা 

প্রস্তুতকারক :  Renata Limited
Ferix v-ফেরিক্স ভি

Post a Comment

0 Comments