হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্খা এবং হ্রাসপ্রাপ্ত যৌন অনুভূতি সমস্যার কার্যকরী সমাধান

Yohim - Yohimbine Hydrochloride 5.4 mg , ইওহিম - ইওহিম্বে হাইড্রোক্লোরাইড

উপাদান :
ইওহিম (yohim) ট্যাবলেট - প্রতি ট্যাবলেটে আছে ৫.৪ মি.গ্রা. ইওহিম্বে স্ট্যান্ডার্ডাইজড নির‌্যাস

Yohim tablet bangla - বিবরন :
ঔষধি গুণ সম্বলিত হওয়ায় ইওহিম্বের বাকল বহুল ব্যবহৃত, এই চিরসবুজ গাছটির উচ্চতা ৩০ মিটার পর্যন্ত হতে পারে এবং এর ভিতরকার অংশ লালচে খয়েরী ও বাঁকানো। এর স্বাদ তিক্ত এবং গন্ধহীন, এ গাছটি পশ্চিম আফ্রিকা, ক্যামেরুন, কঙ্গো এবং গাবন এর বনে জন্মায়, এই বাকলের প্রধান অ্যালকালয়েড হল ইওহিম্বিন।

ফার্মাকোলজি :
ইওহিম্বে কিছু অ্যান্টিডোপামিনার্জিক বৈশিষ্ট্য m¤^wjZ একটি তীব্র আলফা - ২
অ্যাড্রেনোসেপ্‌টর ব্লকার এবং দুর্বল আলফা – ১ অ্যাড্রেনার্জিক অ্যান্টাগোনিস্ট। ইওহিম্বে সেসব অ্যাড্রেনোসেপ্‌টরের সাথে কাজ করে যারা নির্দিষ্টভাবে ক্লোনিডাইন, আলফা-মিথাইল নরএপিনেফ্রিন, ট্রামাজোলিন, গুয়ানাবেঞ্জ, গুয়ানফ্যাসিন দ্বারা উদ্দীপনা লাভ করে। এটি সেই সব যৌগের সাথেও কাজ করে যারা অবাছাইকৃতভাবে নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন দ্বারা উদ্দীপনা লাভ করে। ইওহিম্বিন ইরেক্‌টাইল ডিস্‌ফাংশন ব্যবস্থাপনায় একটি নিরাপদ এবং উপকারী ভূমিকা রয়েছে। আলফা-২ অ্যাড্রেনার্জিক ব্লকিং অ্যাক্‌শনের মাধ্যমে এই ওষুধ সিলেক্‌টিভ সেরেটোনিন রি-আপ্‌টেক ইনহিবিটর ব্যবহারের ফলে হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্খা এবং  হ্রাসপ্রাপ্ত যৌন অনুভূতি জাতীয় যৌন সমস্যার কার্যকরী সমাধান দিতে সক্ষম।

Yohim-ইওহিম 

Yohimbine Hydrochloride used - নির্দেশনা এবং ব্যবহার :
১। ইরেক্‌টাইল ডিস্‌ফাংশন,
২। হ্রাসপ্রাপ্ত যৌনাকাঙ্খা,
৩। পরিশ্রান্তি
৪। যৌন দূর্বলতা 

মাত্রা ও ব্যবহার বিধি :
প্রাপ্ত বয়ষ্কদের ক্ষেত্রে  ১ টি ট্যাবলেট দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

Yohimbine Hydrochloride side effects - পার্শ্ব প্রতিক্রিয়া :
১। দুঃশ্চিন্তা
২। উচ্চ রক্তচাপ,
৩। নিদ্রাহীনতা,
৪। ট্যাকিকার্ডিয়া,
৫। ম্যানিয়া
৬। বমিভাব হতে পারে।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এই ওষুধ যকৃত এবং কিডনি রোগে আক্রান্ত, যৌনাঙ্গ অথবা প্রস্টেট গ্যান্ড এর তীব্র প্রদাহ অথবা গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসার এ আক্রান্ত রোগীদের ব্যবহার করা উচিত নয়।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ইওহিম্বে অ্যান্টিহাইপারটেন্‌সিভ ওষুধের হাইপোটেন্‌সিভ প্রভাবকে বাঁধা দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ ব্যাহত করে। এটি ফার্মাসিউটিক্যাল এমএও ইনহিবিটরদের প্রভাব বৃদ্ধি করতে পারে।

সতর্কতা :
ইওহিম (yohim) সেবনকারীদের অ্যালকোহল সেবন বর্জন করা উচিত।

yohim tablet price in Bangladesh - মুল্য :
ইওহিম - yohim প্রতিটি ট্যাবলেট এর মুল্য  টাকা পাতায় রয়েছে ১০টি ট্যাবলেট দাম ০ টাকা মাত্র

প্রস্তুতকারক :
Radiant nutraceuticals - রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেড

Post a Comment

0 Comments