Clopirox shampoo - চুল পড়া রোধ এবং খুঁশকি দূরকারী শ্যাম্পু

Clopirox 100 ml shampoo - ciclopirox olamine 1%
ক্লপিরক্স শ্যাম্পু - সিক্লোপিরক্স ওলামিন ১%

Clopirox shampoo bangla - ফার্মাকোলজী :
Ciclopirox (সিক্লোপিরক্স ওলামিন) কৃত্রিমভাবে তৈরী একটি ছত্রাক নাশক যা ত্বকের প্রদাহের জন্য দায়ী ছত্রাক ম্যালাসেজিয়া ফারফার এর বৃদ্ধি বাধাগ্রস্ত করে, পরীক্ষাগারে গবেষণায় দেখা গেছে ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস, এপিডারমোফাইটন ফ্লক্কোসাম, মাইক্রোস্পেরাম ক্যানিস এবং ক্যানডিডা এলবিক্যানের ক্ষেত্রে সিক্লোপিরক্স ওলামিনের ছত্রাক বিনাশকারী কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।

ciclopirox olamine used - নির্দেশনা :
 ১। চুল পড়া রোধ
২। ডার্মাটাইটিস,
৩। খুঁশকি,
৪। মাথায় প্রদাহ
৫। স্ক্যাল্পের সোয়েলিং

                                         Clopirox shampoo - ক্লপিরক্স শ্যাম্পু
মাত্রা ও ব্যবহারবিধি :
ভিজা চুল এবং স্ক্যাল্পে প্রায় ১ চা - চামচ (৫ মি.লি.) Clopirox shampoo প্রয়োগ করতে হবে, লম্বা চুলের জন্য ২ চা - চামুচ (১০ মি.লি.) পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, চুলে ৩ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে।
এই ক্ষেত্রে একটি টাইমার ব্যবহার করা যেতে পারে, চোখের সংস্পর্শে থেকে দূরে রাখতে হবে নূন্যতম ৩ দিন পরপর ব্যবধানে সপ্তাহে দুই বার করে চার সপ্তাহ পর্যন্ত চিকিৎসার পুনরাবৃত্তি করা উচিত।

ciclopirox olamine side effects - পার্শ্বপ্রতিক্রিয়া :
এই শ্যাম্পুতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা আছে এমন রোগীদের ব্যবহার করা যাবে না। ক্লপিরক্স শ্যাম্পুর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে সামান্য চুলকানি হতে পারে

সতর্কতা :
Clopirox শ্যাম্পু চোখে, মুখে বা যৌনাঙ্গে ব্যবহার করা যাবে না, ১৬ বছরের নিছে  বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন :
এই ঔষুধ মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি, যেহেতু অনেক ঔষুধ মাতৃ দুগ্ধে নিঃসৃত হয় তাই ক্লপিরক্স শ্যাম্পু ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত,

Clopirox shampoo price in Bangladesh - মুল্য :
৩৫০ টাকা মাত্র

প্রস্তুতকারক : স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড

Post a Comment

0 Comments