Melano cream - মেছতা দূরীকরণে এবং ত্বকের উজ্জ্বলতায় নির্দেশিত

Melano cream - Fluocinolone Acetonide USP 0.1 mg, Tretinoin USP 0.5 mg & Hydroquinone USP 40 mg
মেলানো ক্রীম - ফ্লুসিনোলোন এসিটোনাইড + হাইড্রোকুইনোন + ট্রেটিনইন

Melano cream bangla - ফার্মাকোলজী :
মেলানো ক্রীমে তিনটি সক্রিয় উপাদান রয়েছে যেমনঃ ফ্লুসিনোলোন এসিটোনাইড, ট্রেটিনইন এবং হাইড্রোকুইনোন, এই প্রতিটি উপাদানই মেলাসমা বা মেছতা চিকিৎসায় ব্যবহত হয়  মেছতা , ব্রণঃ নিরাময়ে এই সক্রিয় উপাদান গুলো কর্মপদ্ধতি সম্পর্ক জানা যায়না কেননা ফ্লুসিনোলোন এসিটোনাইড প্রদাহ নিবারণকারী হিসেবে কাজ করে হাইড্রোকুইনোন একধরনের ডিপিগমেন্টিং এজেন্ট যা মেলানিন তৈরির জন্য টাইরোসিন টাইরোসিনেজ পাথওয়ের এক বা একাধিক ধাপকে বন্ধ করে, ট্রেটিনইন একধরনের কেরাটোলাইটিক এজেন্ট যা কেরাটিন নামক প্রোটিনকে ভাঙার মাধ্যমে কাজ করে।

Melano - মেলানো ক্রীম

melano cream uses - নির্দেশনা :
মেলানো ক্রিম ব্যবহারে মুখের
কালো দাগ, মেছতা, ক্ষত, ব্রণঃ ইত্যাদি দূর হয় এমনকি এই  ক্রিমটি  ব্যবহারে মুখের ত্বকের উজ্জ্বলতা ও বৃদ্ধি হয় ক্রীম টি খুবই কার্যকরী,

ব্যবহার বিধি :
প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেলানো ক্রীম টি মুখমণ্ডলে  আলতো করে লাগাতে হবে এমন কি যেখানে মেছতার দাগ এবং ব্রঃণ আছে সেখানেই ভালো মতো লাগাতে হবে প্রথম ৭ দিন একদিন পর পর লাগাতে হবে পরবর্তীতে টানা প্রতি রাতে ব্যবহার করা যাবে

melano cream side effects - পাশ্বপ্রতিক্রিয়া :
ট্রেটিনইন এবং হাইড্রোকুইনোন মৃদু জ্বালানি তৈরী করতে পারে, প্রয়োগকৃত জায়গায় স্থানিক জ্বলুনি যেমনঃ চামড়ায় লালচে ভাব, এলার্জি জনিত প্রতিক্রিয়া দেখা যায়, অনেক ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা বা হাঁপানি দেখা যেতে পারে ,চামড়া উঠা প্রদাহ ইত্যাদি পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন :
প্রেগন্যান্সি ক্যাটেগরি সি - যদিও নিদিষ্ট কোনো সুবিধা পাওয়া যায়নি এবং ভ্রণের জন্য ক্ষতির কারণ না হয় তবে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে স্তন্যদান সময়ে ও সতর্কতা অবলম্বন করা উচিত।

Melano cream price in Bangladesh - মূল্য : 200 টাকা মাত্র
প্রস্তুতকারক : Square Pharmaceuticals Ltd

Post a Comment

0 Comments