Nytkof syrup - হাঁচি এবং এলার্জি জনিত কাশি নিরাময়ে

Nytkof 100 ml syrup
Dexotromethorphan HBr, Phentlephrine HCL Triprolidine HCl
নাইটকফ সিরাপ - ডেক্সট্রোমিথরফেন হাইড্রোব্রোমাইড, ফিনাইলএফ্রিন হাইড্রোক্লোরাইড এবং ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড

ফার্মাকোলজী :
Nytkof সিরাপ হচ্ছে এন্টিটাসিভ, ডিকন্জেস্টান্ট এবং এন্টিহিস্টামিন এর মিশ্রন ,ডেক্সট্রোমিথরফেন হচ্ছে নিরাপদ কার্যকরী নন নারকোটিক, এন্টিটাসিভ উপাদান যা মেডুলাতে অবস্থিত কফ সেন্টারে কেন্দ্রীয় ভাবে কাজ করে, ট্রাইপ্রোলিডিন একটি এন্টিহিস্টামিন যা এলার্জি এবং এলার্জি জনিত জ্বর এবং ঠান্ডা এর উপসর্গ দূর করে, এই উপসর্গগুলো হচ্ছে ফুসকুড়ি, চোখ দিয়ে পানি পড়া, চোখ/নাক/গলা/ত্বকের চুলকানো, কফ, নাক দিয়ে পানি পড়া হাঁচি। ইহা এইচ১ হিস্টামিন রিসপ্টরকে বন্ধ করে যার ফলে ঘুমের উদ্রেগ করতে পারে, নাইটকফ এসিটাইলকোলিন রিসপ্টেরকে বন্ধ করার মাধ্যমে চোখ ,নাক দিয়ে পানি পড়ার উপসর্গগুলো দূর করে

Nytkof syrup Bangla - উপাদান :
নাইটকফ সিরাপ স্ট্রবেরির স্বাদ যুক্ত যা প্রতি ৫ মিলি সিরাপে আছে ডেক্সট্রোমিথরফেন হাইড্রোব্রোমাইড ২০ মিগ্রা: , ফিনাইলএফ্রিন হাইড্রোক্লোরাইড ১০ মিগ্রা: এবং ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ২.৫ মিগ্রা:

Nytkof syrup used - নির্দেশনা :
১। নন - প্রোডাক্টিভ কাশি উপশম
২। সর্দি
৩। হাঁচি
৪। কাশিতে নাক ও গলা ব্যথা
৫। চোখ চুলকানি এবং চোখ দিয়ে পানি পড়া
৬। কফ জমাট থাকা

Nytkof - নাইটকফ

মাত্রা ও সেবনবিধি :
নাইটকফ সিরাপ ২ চামুচ রাতে অথবা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেব্য

প্রতিনির্দেশনা :
যেসব রোগীদের লিভার ,কিডনি এবং প্রোস্টেট এ সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই মিশ্রন পরিহার করতে হবে, এবং যাদের সক্রিয় উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা আছে তাদের সেবন করা উচিত নয়। নাইটকফ সিরাপ সেবন পরবর্তী রোগীদের গাড়ি অথবা মেশিনারিজ যন্ত্রাংশ পরিচালনা করা থেকে সতর্ক থাকতে হবে।
৬ বছরের নিছে nytkof syrup সেবন থেকে দূরে থাকতে হবে।

Nytkof syrup side effects - প্বার্শপ্রতিক্রিয়া :
 ঘুম ঘুম ভাব, চোখে ঝাপসা দেখা, গলা শুকিয়ে যাওয়া এইসব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন :
এই মিশ্রন গর্ভাবস্থায় এবং স্তন্যদান সময়ে ব্যবহারে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি

Nytkof syrup price in Bangladesh - মুল্য : ১০০ টাকা মাত্র
প্রস্তুতকারক : Beacon pharmaceuticals Ltd

Post a Comment

0 Comments