Parotin 20 - বিষন্নতা,প্যানিক ডিজঅর্ডার এবং বীর্যস্খলনকালে প্রলম্বিত করনে নির্দেশিত

Parotin 20 mg tablet. - প্যারোটিন ২০ মি:গ্রা.
Paroxetine , Hydrochloride Hemihydrate - হাইড্রোক্লোরাইড হেমিহাইড্রেট,  প্যারোক্সেটিন
উপাদান : প্যারোক্সেটিন ২০ মি.গ্রা. ট্যাবলেট।

Paroxetine uses - নির্দেশনা :
১। বিষন্নতা,মানসিক দুশ্চিন্তা
২। সেক্সুয়াল মনোভাব   ,
৩। প্যানিক ডিজঅর্ডার,
৪। সোস্যাল এ্যাংজাইটি ডিজঅর্ডার,
৫। জেনারালাইজড্‌ এ্যাংজাইটি ডিজঅর্ডার
৬। বীর্যস্খলনকালীন সময় প্রলম্বিত করন

মাত্রা ও ব্যবহার বিধি :
Parotin দৈনিক ২০ মি.গ্রা. একক মাত্রায় সেব্য অথবা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
মনোএমাইন অক্সিডেজ ইনহিবিটর অথবা থায়োরিডাজিন ব্যবহারকারী ও প্যারোক্সেটিনের(Paroxetine) প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার অনুচিত। হৃৎপিন্ড ও রক্ত সংবহনতন্ত্রীয় সমস্যা এবং মৃগী রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে এমন অন্যান্য সকল ওষুধের ন্যায় এ ওষুধ সেবনের পরও রোগীর গাড়ীচালনা ও যন্ত্রপাতি পরিচালনার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।
Parotin 20 - প্যারোক্সেটিন

Paroxetine side effects - পার্শ্ব প্রতিক্রিয়া :
এসথেনিয়া, ঘাম, বমি বমি ভাব,ক্ষুধামন্দা, অত্যধিক তন্দ্রাচ্ছন্নতা, ঝিঁমুনী, নিদ্রাহীনতা, কাঁপুনী, ভয় ভয় ভাব, পুরুষাঙ্গের শীথি লতা, ও পুরুষ জননতন্ত্রের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ট্রিপটোফেন, এলকোহল, ওয়ারফেরিন।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
অধিক গুরুত্ব বিবেচনা ব্যতিত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়।

Parotin 20 price in Bangladesh - মুল্য :
প্রতি ট্যাবলেট ১০ টাকা , পাতা ১০০ টাকা মাত্র
প্রস্তুতকারক : Aci pharmaceutical LTD

Post a Comment

0 Comments