Normo-k - রক্তে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক করার ঔষুধ

Normo-k -- sodium polystyrene sulfonate usp
নরমো-কে -- সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট ইউএসপি

বিবরণ :
নরমো-কে হচ্ছে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক করার ঔষুধ, যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশী পরিমাণ থাকে তাদের জন্য নির্দেশিত।

উপাদান :
নরমো কে প্রতিটি স্যাশেতে আছে সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট ইউএসপি ১৫ গ্রাম (প্রতি গ্রাম ওষুধে সোডিয়াম এর পরিমাণ প্রায় ১০০ মি:গ্রা:

Normo-k sachet bangla - ফার্মাকোলজী :
পাকস্থলীতে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট থেকে হাইড্রোজেন আয়নের বিনিময়ে সোডিয়াম আয়না মুক্ত করা হয়, ওষুধটি যখন পাকস্থলী থেকে বৃহদান্ত্রে যায় তখন মুক্ত পটাশিয়াম আয়ন এবং পাকস্থলী থেকে আসা হাইড্রোজেন আয়নের বিনিময় হয়, ওষুধটি পরবর্তীতে মল এর সাথে বের হয়ে যায় যার কারনে রক্তে শোষিত হওয়ার জন্য উপযোগী পটাশিয়াম কমে যায় এবং মলের সাথে পটাশিয়াম দেহের বাইরে বের হয়ে যাওয়ার পরিমাণ বেড়ে যায়,ফলে দেহে পটাশিয়াম এর পরিমাণ কমে যায়।

Normo-k sachet uses - নির্দেশনা :
১। হাইপারক্যালেমিয়া
২। পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক
৩। রক্তে পটাশিয়ামের পরিমাণ কমানো

মাত্রা ব্যবহার বিধি :
মুখে গ্রহনের মাত্রা দিনে গড়ে ১৫ গ্রাম থেকে ৬০ গ্রাম (দিনে একটি সম্পূর্ণ প্যাকেটের ওষুধ ১ - ৪ বার)
ওষুধটি মুখে গ্রহণ করতে সক্ষম না হলে পায়ুপথের মাধ্যমে এটি গ্রহণ করা যাবে (এনেমা আকারে) দিনে ১ থেকে ২বার ৩০ থেকে ৫০ গ্রাম দুটি ডোজের মধ্যে ৬ ঘন্টার ব্যবধান থাকতে হবে। শিশু ও নবজাতক এর ক্ষেত্রে আপেক্ষকৃত কম ডোজে গ্রহণ করতে হবে এবং চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী।

Normo-k / নরমো-কে
প্রস্তুতপ্রনালী :
১। একটি পরিষ্কার গ্লাসে প্রায় ৪৫ - ৬০ মি.লি. খাবার পানি নিন
২। একটি প্যাকেটের সবটুকু স্যাশেট পানিতে ঢেলে চামচ দিয়ে ভালভাবে মিশিয়ে নিন
৩। প্রস্তুতকৃত সাসপেনশন মাত্রা অনুযায়ী সেবন করুণ।
৪। সদ্য প্রস্তুতকৃত সাসপেনশন ২৪ ঘন্টার বেশী সংরক্ষণ করা যাবে না

Normo-k sachet side effects - প্রাশ্বপ্রতিক্রিয়া :
যেসব রোগীর সামান্য মাত্রাও সহ্য করতে পারেনা এরূপ ক্ষেত্রে সোডিয়াম বেড়ে যাওয়া ক্ষতির কারণ হতে পারে, এর ফলে পাকস্থলীর সমস্যা হতে পারে।
১। ক্ষুধামন্দা
২। বমিবমি ভাব
৩। কোষ্ঠকাঠিন্য
৪। হাইপোক্যালসেমিয়া
৫। শরীরে সোডিয়াম জমে যাওয়া

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন :
প্রেগন্যান্সি ক্যাটেগরি সি প্রানীদের প্রজনন ক্ষমতার উপর পলিস্টাইরিন সালফোনেট নরমো - কে এর কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি ভ্রনের উপর কোনো ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানা যায়নি তাই গর্ভাবস্থায় ব্যবহার করা যাবেনা এবং স্তন্যদান সময়ে সতর্কতা অবলম্বন করা উচিত।

Normo-k sachet price in Bangladesh - মুল্যে :
১টি স্যাশেট ১৪৫ টাকা মাত্র
প্রস্তুতকারক : square pharmaceuticals Ltd

Post a Comment

0 Comments